সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মায়ের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার মরিয়ম (১৯) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুর ১.৩০ মিনিটের দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে কিশোরীর নিজ বাড়িত এ ঘটনা ঘটে। তামান্না রামকৃষ্ণদি গ্রামের রমজান আলীর মেয়ে।
স্থানীয় চেয়ারম্যান সুত্রে জানা গেছে, তামান্না বাবা মায়ের সাথে অভিমান করে নিজ বসতঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তামান্না উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে এসে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে লতব্দি ইউপি চেয়ারম্যান হাফিজ মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, মেয়েটি পিতা মাতার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় পুলিশের কাছে আবেদন করেছি যাতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তামান্নার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।