নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
বুধবার দুপুরে সিরাজদিখান সার্কেল অফিসে এই বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
পরিদর্শনের সময় তিনি পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন। এছাড়াও টঙ্গীবাড়ি থানা ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ের উপর মতবিনিময় করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এর আগে তিনি সিরাজদিখান সার্কেল অফিসে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরী উদ্বোধন করেন এবং সার্কেল অফিস প্রাঙ্গণে ২ টি গাছ রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম, টঙ্গীবাড়ি ওসি রাজিব খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।