মুক্তার হোসেন: নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা বাস স্ট্যান্ডে সিরাজদিখান উপজেলা তাঁতী লীগের পক্ষ থেকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাজদিখান উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ রাসেল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায়,
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজ্বী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর, জেলা পরিষদের সদস্য হেলেনা ইয়াসমিন, থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল চোকদার,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক জাহিদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,
সিরাজদিখানা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামাল হোসেন লাল, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন রেজা, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম, তাতী লীগের প্রচার সম্পাদক মৃধা মো: নাছির উদ্দীন স্বেচ্ছাসেবক লীগ নেতা পাইলট বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ মিয়া ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।