নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে একাওর টেলিভিশনের জামালপুর জেলার বক্শীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন সোমবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার ডাকবাংলো মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আছলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির লস্কর,কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন জনি, প্রচার সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল মান্নান সিদ্দিক,একাত্তর টেলিভিশনের শ্রীনগর প্রতিনিধি শাহ আলম নিতুল, ডিন এন টেলিভিশন শ্রীনগর প্রতিনিধি ফারজানা আক্তার, সকালের সময় পদ্মাসেতু প্রতিনিধি আশিকুর রহমান,
আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক শীর্ষ খবরের প্রতিনিধি তামিম,মানব কন্ঠ পত্রিকার লৌহজং প্রতিনিধি মোজাহিদুল ইসলাম বায়জিদ, প্রমুখ।
এইসময়,বক্তারা সারাদেশের সাংবাদিক নির্যাতন,হত্যা ও সাংবাদিক গোলাম রাব্বানী হত্যাকাণ্ডের সুস্থ বিচার চান এবং সরকারের সহযোগিতা কামনা করেন।