সিরাজদীখান প্রতিনিধি:
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামসেদ ফরিদী,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শবনম সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আরাফাত হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা,সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্বজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হাবিবুর রহমান।