সিরাজদিখান প্রতিনিধিঃ
”নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন আরা ফেরদৌস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন শ্রেণির নারীরা