সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা অর্থনীতি

সিরাজদিখানে ২৩০ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও নগদ অর্থ বিতরণ


প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৪ ৫:৪৩ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেধা আচার্য্য, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে.এম. আলমগীরসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রমের আওতায় মোট ২৩০ জন কৃষৃেকর মাঝে জনপ্রতি ৯ প্রকারের শাক-সবজির ২০টি বীজের প্যাকেট ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে নগদ ১০০০ টাকা অর্থ সহায়তা দেয়া হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১