সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল পহেলা বৈশাখ।


প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২৪ ৫:৩৫ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ

আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে সারাদেশ।
এ উপলক্ষে সারাদেশ জুড়ে থাকছে বর্ষবরণের নানা আয়োজন,তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
রবিবার সকাল ৯ঃ০০ টায়, উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই পহেলা বৈশাখ উদযাপিত হয়।
প্রথমে মঙ্গল শোভাযাত্রায় একটি ‌র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পরে র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
ভবানীপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধা,মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থী বিন্দু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১