সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বর্ষবরণ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় রিপোর্টস ইউনিটির কার্যালয় এ বর্ষবরণ উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিটির সদস্যবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।