আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের সিরাজদিখানের বায়রাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত জান্নাতুল বাকী কবরস্থানের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার ২৬ ফেব্রুয়ারী জান্নাতুল বাকী কবরস্থান মাঠ প্রাঙ্গনে এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
জান্নাতুল বাকী কবরস্থানে ভূমি দাতা হাজ্বী মোঃ বাচ্চু বেপারীর সভাপতিত্বে,ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী মোঃ তরিকুল ইসলাম জনি।
জান্নাতুল বাকি কবরস্থানের যুগ্ন সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায়,
প্রধান বক্তা, হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব ও বাংলাদেশ টেলিভিশনের আলোচক, হাফেজ মাওলানা মুফতি ইমামুল হাসান চাঁদপুরী
বিশেষ বক্তা,হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার খিলগাঁও আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওঃ মুফতি শাহ্ জালাল মাদারীপুরী ও পূর্ব শিয়ালদি নেছারিয়া মাদ্রাসার পরিচালক, হাফেজ মাওলানা মুফতি সুলাইমান হাবিব কাসেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাফর আহম্মোদ,ইমতিয়াজ হামিদ, মাসুম মোল্লা, মনিরুল ইসলাম, সালাউদ্দিন হাওলাদার, ৯নং ওয়ার্ড মেম্বার সোহাগ মৃধা,জাহিদ তালুকদার, বাবুল বেপারী,মাসুদ বিন গমি, রাসেল মৃধা, জাবেদ আহম্মেদ সহ অত্র এলাকার ইসলাম প্রিয় তাওহীদি জনতা।