সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম লিংকনকে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জাবেদুর রহমান জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাজমুল মোল্লা, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আনিছুর রহমান নিলয়, প্রচার সম্পাদক আমির হোসেন ঢালী, সদস্য প্রাণতোষ দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪শে ফেব্রুয়ারি২০২৪ইং মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সভা শেষে এলাকা পরিচালকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হামিদুল ইসলাম লিংকন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।