সিরাজদিখান(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
“একটি সহানুভূতির হাত হাজারো জীবনের উষ্ণতার আশ্বাস “ এই স্লোগান কে সামনে রেখে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শমশের আলম ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মরহুম শমসের আলম ভূঁইয়ার নিজ বাড়ী থেকে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়।
শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আফরোজা আলমের সভাপতিত্ত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ,
শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুধু, উপজেলা আওয়ামী লীগের সদস্য, শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়, জহিরুল ইসলাম লিটু, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রউফ,
শামসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর পরিচালক,জুহাইনা সাইদাকামাল,ইনায়া আমিরা ভূঁইয়া, জুবেরা রহমান,সেরাত আধা ভাইয়া, সাফিন সিদ্দিক শিপলু সহ আরো অনেকেই,
এসময় শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আফরোজা আলম জানান, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই।
শীতে রাতে আসহায় মানুষগুলো অনেক কষ্টে রাতযাপন করেন।তাই শমসের আলম ফাউন্ডেশন এর পক্ষ থেকে, আমরা ২০০শতাধিক পরিবারের মাঝে এই কম্বল উপহার দেয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে আরো ১০০০পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দেয়া হবে।