আনিছুর রহমান রুবেল: মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
শুক্রবার সকাল ১১ টা থেকে সিরাজদিখান শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ,মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্য করে গোলাম সারোয়ার কবির বলেন, আমি নির্বাচন করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নির্বাচনে আমি জয়ী হতে পারেনি তাই বলে আপনাদের থেকে দূরে সরে যাব এটা কখনোই ভাববেন না, নির্বাচনে জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক, নির্বাচন শেষ এখন আমার সাথে কারো কোন দ্বিমত নেই, কারো সাথে আমার কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নেই, আমি গোলাম সারোয়ার কবির বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। নির্বাচনী প্রতিহিংসা নিয়ে কেউ যদি আপনাদের কে হুমকি-ধামকি দেয় বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর করার চেষ্টা করে,আপনারা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
নির্বাচন শেষ,আমরা সবাই আওয়ামী লীগের কর্মী আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার কর্মী আমরা কোন হিংসা বিদ্বেষ চাইনা, আমাদের একটাই উদ্দেশ্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিগত দিনে যেভাবে আমরা মাঠে থেকে কাজ করে গিয়েছি এবং ভবিষ্যতেও নিরলস পরিশ্রম করে যাব, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখব ইনশাআল্লাহ।