সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ এমপিকে বীর মুক্তিযোদ্ধারা ফুলেল সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এই ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, আব্দুল মতিন হাওলাদার, শামসুজ্জামান খায়ের, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক সচিব তারিকুল ইসলাম রতন, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ প্রমুখ।