আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ-এর সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে গতকাল বুধবার ১৭ জানুয়ারী বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।
মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা,প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার শবনাম সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতিন হাওলাদার,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক,অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন,লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন,বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, ইছপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া,মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,শেখ তাজুল ইসলাম পিন্টু,বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছুর রহমান রিয়াদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।