আনিছুর রহমান রুবেলঃমুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীনগর ও সিরাজদিখান নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবিরের ট্রাক প্রতীকের এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়ছে।
গতকাল বুধবার বিকাল ৪ টায় সিরাজদিখান উপজেলার সন্তোষ পাড়া ইউএনও পার্ক থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে একটি মিছিল সিরাজদিখান উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে ট্রাক প্রর্তীকের পক্ষে ভোট চান স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির।
এ সময় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন,কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুলসহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম বাবুল,জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোরাফী- সহ উপজেলা আওয়ামীলীগ লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।