সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৩ ৬:৪০ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃমুন্সীগঞ্জ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

 

আইনজীবী পরিষদের আয়োজন শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্বাচনী মত বিনিময় সভা শেষে দুপুরে শ্রীনগর ডাকবাংলো এলাকায় ও সিরাজদিখানের ইছাপুরা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় শ্রীনগর, সিরাজদিখান, ঢাকা ও মুন্সীগঞ্জের প্রায় দেড়শত আইনজীবী উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল’র সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাতেন।

এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রচি, সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট হাসিবুর রহমান দিদার, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, এপিপি জজকোর্ট মুন্সীগঞ্জ এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এপিপি জজকোর্ট এডভোকেট ফিরোজ খান,
এপিপি জজকোট মুন্সীগঞ্জ এডভোকেট শামসুর নাহার শিল্পী, এপিপি জজকোট মুন্সীগঞ্জ নাসিমা আক্তার, ব্যারিষ্টার জি. কিবরিয়া শিমুল, ব্যারিষ্টার বাবুল বেপারী,এডভোকেট জুয়েল, এডভোকেট তাহমিনা আক্তার তুহিন-সহ আরো অনেকেই।

এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন সকল আইনজীবীগন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১