আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।গতকাল শনিবার প্রত্যুষে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বঙ্গবন্ধু মূরালে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে’র সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, সিরাজদিখান প্রেসক্লাব, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকলের অংশগ্রহণে এ উপলক্ষে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান টংগীবাড়ি সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, ওসি মুজাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহি, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।