আনিছুর রহমান রুবেলঃ মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতারণা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
রোববার ১৬ ডিসেম্বর দিবাগত রাতে সিরাজদিখান থানার এসআই মোঃ ফকরুল হাসান ফারুক নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা গ্রামের জনৈক লিয়াকত আলীর বাড়ীর ভাড়া দেয়া টিনসেড ঘরে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী ধৃত দুলারী আক্তার ও স্বামী আব্দুল মোতালেব(৩৬), পিতা- গিয়াস উদ্দিন, মাতা- রংমালা, সাং- নতুন ভাসানচর কে গ্রেফতার করেন।
ধৃত দুলারী আক্তারকে জিজ্ঞাসাবাদে তাহার আরেক নাম দুলালী আটককৃত আব্দুল মোতালেব তাহার স্বামী বলে জানান।
তারা একসাথে বাদীর বিশ্বাস ভঙ্গ করে প্রতারনামুলক ভাবে বাদীর উক্ত টাকা আত্মসাৎ করেছে উভয়ে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
পুলিশ ও এজাহার সুত্রে জানাযায় বিগত এক সপ্তাহ পূর্বে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের শওকত আলী দেওয়ানের স্ত্রী শাহিদা বেগম(৪৬) এর ঘরে পাশে এসে আসামী দুলালী কান্নাকাটি করতে থাকে। তখন শাহিদা বেগম এগিয়ে এসে আসামীকে কান্নাকাটির কারন জিজ্ঞাস করে আসামী জানান তার বাড়ী বাদীর পাশে গ্রাম মোল্লাকান্দি বালুরচর তার স্বামী তাকে মারধর করে বাড়ী থেকে বের করে দিয়েছে বর্তমানে তার কোন থাকার জায়গা নাই। তখন আসামীর কথা শুনে মানবিক কারনে শাহিদা বেগম ও পরিবারের লোকজনরা মিলে ধৃত আসামীকে বসত বাড়ীতে থাকার জন্য জায়গা দেয়।শাহিদা বেগমের বাড়ীতে থাকাবস্থায় আসামী বিভিন্ন কৌশলে শাহিদা বেগমের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সরল মনের শাহিদা বেগমের ছেলের বিদেশ যাওয়ার জন্য শক্তি ফাউন্ডেশনের পাশকৃত ঋন হিসাবে পাঁচ লক্ষ টাকা উঠানোর জন্য ধৃত আসামীকে সাথে নিয়ে ইং ১৪/১২/২০২৩ তারিখ সকালে সিরাজদিখানে যায়।
সিরাজদিখান আলাউদ্দিন কমপ্লেক্সে থাকা এনআরবিসি ব্যাংক হতে চেকের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা উঠায়ে ইং ১৪/১২/২০২৩ তারিখ দুপুর অনুমান ১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারের সোনালী ব্যাংকের সামনে রাস্তার উপর পৌছালে শাহিদা বেগমের সাথে থাকা উল্লেখিত টাকা আসামী শাহিদা বেগমকে বলে এতোগুলো টাকা আপনার কাছপ রাখলে ছিনতাই হতে পারে আমার কাছে কিছু টাকা দেন। শাহিদা বেগম সরল মনে বিশ্বাস করে ধৃত ১ নং আসামী দুলালী কাছে তিন লক্ষ টাকা রাখার জন্য দেয়।
তখন ধৃত আসামী দুলালীর পরিচিত ১ জন অজ্ঞাতনামা পুরুষ এসে আসামীর সাথে কথা বলতে থাকে। এসময় আসামী দুলালী শাহিদা বেগমকে বলে আপনি একটু দাড়ান আমি মোবাইলে টাকা রিচার্জ করে আসি।এসময় ধৃত আসামী দুলালী অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলতে বলতে সু-কৌশলে উক্ত স্থান হতে পালিয়ে যায়।আসামীকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে শাহিদা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, গত ১৪ ডিসেম্বর দুপুর অনুমান ১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারের সোনালী ব্যাংকের সামনে রাস্তার উপর প্রতারণা করে ৩ লক্ষ টাকা নিয়ে যায় একটি প্রতারক চক্র।এবিষয়ে ভুক্তভোগী শাহিদা বেগম বাদী একটি মামলা দায়ের করেন এরই ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের স্বামী স্ত্রী দুই জনকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা গ্রামের জনৈক লিয়াকত আলীর বাড়ীর ভাড়া দেয়া টিনসেড ঘরে অভিযান চালিয়ে গ্রেফতার করি।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।