বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

মুন্সিগঞ্জ-১ আসনে ৭ জনের মনোনয়নপত্র জমা


প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৬ : পূর্বাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারীর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এর পর দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন গোলাম সারোয়ার কবীর। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সৈকত মাহমুদসহ আরো অনেকে। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গোলাম সারোয়ার কবীরের সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে জড়ো হন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম সারোয়ার কবীর বলেন, মহান আল্লাহ রব্বুল আলামীনের আশির্বাদ, আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য যাবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১