বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

শত বর্ষীয় বিদ্যাপিঠ রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন


প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৩ ৯:০৮ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোটাররা যেন সুন্দর ও শৃংখল ভাবে ভোট প্রয়োগ করতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল মঙ্গলবার সকাল ১০ থেকে শুরু হয়েছে ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়েছে,নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১৭২ জন।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত মোট ভোট গ্রহন হয়েছে ৭০৪ জন।

এর মধ্যে মেহেদী হাসান হিরা ৩৯১ ভোট ও জ্ঞানদ্বীপ ঘোষ পায় ৩২৭ ভোট বিজয়ী হয়।

সুস্থ সুন্দর পরিবেশে স্বচ্ছ ব্যালট বক্সে,
এমন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুবই আনন্দিত ভোট দিতে আসা অভিভাবকরা।

অন্য দিকে দিনের প্রথম প্রথম পর্যায়ে বিদয়ালয়ে প্রধান শিক্ষকের কক্ষে,প্রিজাইডিং অফিসার উম্মে হাবিবা ফারজানার উপস্থিতিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে ৪ জন পার্থীর মধ্যে দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়,শিক্ষক প্রতিনিধি হিসেবে,মোঃ মতিউর রহমান ১২ ভোট ও মোঃ জাকির হোসেন ১১ ভোট পেয়ে বিজয়ী হয়।
মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় মোসাৎ আসমা খানম এর নাম, দাতা সদস্য হিসেবে মোঃ রাসেল শেখ ও সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় লিজা আক্তার কে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১