মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারের দক্ষিনে পদ্মা নদীর চরে মা ইলিশের হাট বসেছে।
সকাল থেকে গভীর রাত পযন্ত এখানে প্রকাশে মা ইলিশ ওজন দিয়ে বিক্রি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের উত্তর পান্তে এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের চর রেঙ্কিনের দক্ষিণ পান্তে অবস্থিত। পদ্মা নদীর উত্তর পান্তে নদী শাষনের যে কাজ চলছে তাহার আধা কিলো মিটার পূর্ব পাশে নদীর পাড়ে এই হাট বসিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, চরের এবং বাঘড়ার একাধিক প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীর পাড়ে তাদের নিয়োজিত ব্যক্তিরা তাবু টানিতে পালা পাথর নিয়ে সকাল থেকে গভীর রাত পযন্ত এই হাট নিয়ন্ত্রন করেন জেলেদের নিকট থেকে মাছ এবং নগত অর্থ কমিশন নিয়ে থাকেন।
তারা আরো বলেন, প্রতিনিয়ত চর থেকে বাঘড়া বাজার পাড়াপাড়ের যে খেয়া নৌকা চলাচল করে এই নৌকায় অধিকাংশ ক্রেতা মাছ নিয়ে পাড়াপাড় হোন।
- এই বিষয়ে শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এর সাথে মূঠো ফোনে কথা হয়, তিনি বলেন নদীতে অভিযান অব্যাহত আছে।