বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা ইসলাম

সিরাজদিখানে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।


প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২৩ ৫:২৬ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেল: মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসরায়েলি অবৈধ দখলদারদের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার ইছাপুরা চৌরাস্তায় ইছাপুরা ও পার্শ্ববর্তী ইউনিয়নের ওলামা মশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানার এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ইছাপুরা চৌরাস্তা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে পুনরায় ইছাপুরা চৌরাস্তা এসে বিক্ষোভ মিছিল টি শেষ হয়।

মুস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল গাফফারের সভাপতিত্বে ও সোনারং আদর্শ মহিলা মাদরাসার শিক্ষা সচিব ও পূর্ব ইছাপুরা জামে মসজিদের খতিব মাওলানা জাকির হুসাইন আজিজীর সঞ্চালনায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিমতলা মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী, ইছাপুরা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, কুসুমপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, নেছারাবাদ আলিম মাদ্রাসার সুপার মাওলানা হাসান তালুকদার, রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, সিরাজদিখান উপজেলা কৃষক লীগ সভাপতি হাজী উদ্দিন মোহাম্মদ লালু, মধ্যপাড়া জামিয়া দীনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, রাজদিয়া বায়তুশ শরীফ জামে মসজিদের খতিব মুফতি সুলাইমান হাবিব কাসেমী, কাঠালতলী আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির হোসেন, চালতাতলা বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি যুবায়ের আহমেদ ফরাজি, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, মধ্যপাড়া ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস, ইছাপুরা বাইতুল হাসান রা: জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম চাঁদপুরী, ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের সভাপতি শামিম হাওলাদার, রাজদিয়া আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, রাজদিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি কামাল হোসেন, মোস্তফাগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালক মুফতি রায়হান মুহাম্মদ, ইছাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহাদি হাসান, আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১