বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু।


প্রকাশের সময় :৪ সেপ্টেম্বর, ২০২৩ ১:২২ : পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জর সিরাজদিখান উপজলায় পানিতে ডুবে আলিফ শেখ নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার ৩ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আলিফ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল কিছুক্ষণ পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা,কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আলিফকে ভাসতে দেখেন। পরে আলিফের দাদা পানি থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন,বিষয়টি খুবই দু:খজনক এবং মর্মান্তিক ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.মুজাহিদুল ইসলাম বলেন,পরিবারের সদস্যদের অজান্তেই পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে । তবে এ বিষয়ে নিহতের পরিবারের কারো কোন অভিযাগ নেই ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১