ডিএনটিভি নিউজ ডেস্ক:
মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে।
তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে
যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।
মুক্তি আর আল্লাহর সন্তুষ্টি জন্য মন উজার করে এইচ নূর ফাউন্ডেশন প্রতিনিয়ত মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন।
গতকাল শুক্রবার পবিত্র জুম্মার দিনে মানবিক কাজের অংশ হিসেবে
জরাজীর্ণ একটি ঘরে বসবাস করা পরিবারের পাশে দাঁড়ালেন এইচ নুর ফাউন্ডেশন।
উপহার হিসেবে নিয়ে গেলেন ঘর তৈরির পাকা খুঁটি এবং টিন।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার
ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে স্ত্রী তিন সন্তান নিয়ে বসবাস করছিলেন।
এমন সংবাদ পেয়ে এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর, সাধারণ সম্পাদক সুখন চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহসভাপতি মিশর তালুকদার, সহসভাপতি মোকশেদ আলম মৃধা, সিংগাপুর প্রবাসী মো. আমির হোসেন, যুব রেড ক্রিসেন্টের দলনেতা মো. ফাহিম হাওলাদার, মাহাবুব হাওলাদার সহ অনেকে।
এ এন এম হুমায়ুন কবির সাগর জানান,
আল্লাহর সন্তুষ্টি জন্য এইচ নূর ফাউন্ডেশন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি এর জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।