শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখান সার্কেল অফিসের বার্ষিক  পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২৩ ১১:৪১ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক 

মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

বুধবার দুপুরে সিরাজদিখান সার্কেল অফিসে এই বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

পরিদর্শনের সময় তিনি পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন। এছাড়াও টঙ্গীবাড়ি থানা ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ের উপর মতবিনিময় করেন এবং  দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এর আগে তিনি সিরাজদিখান সার্কেল অফিসে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরী উদ্বোধন করেন এবং সার্কেল অফিস প্রাঙ্গণে ২ টি গাছ রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম, টঙ্গীবাড়ি ওসি রাজিব খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১