সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

“কবি নজরুল ইসলাম বীচ ঘোষণা করা হোক” পতেঙ্গায় নজরুল উৎসবের আলোচনায় বক্তাদের দাবী


প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২৩ ১১:৩৪ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবিতা মঞ্চর সহযোগিতায় ও বাঁশরী (একটি নজরুল চর্চা কেন্দ্র) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে নিবেদিত ও চট্টগ্রামের পতেঙ্গায় নজরুল আগমন কে স্মরণ করে ২৮ এপ্রিল, শুক্রবার বিকেলে জাতীয় কবিতা মঞ্চর সভাপতি ও নজরুল গবেষক, কবি- লেখক মাহামুদুল হাসান নিজামীর সভাপতিত্বে
পতেঙ্গা সমুদ্র সৈকতে কবি নজরুল উৎসব পালনের আলোচনায় সম্মানিত আলোচক অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার জেলা জর্জ ও বিশিষ্ট কবি – লেখিকা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ.বির প্রভাষক ড , রফিকুল আলম, আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন পতেঙ্গা মডেল থানার ওসি আবু জায়েদ মোঃ‌ নাজমুন নূর,সী-বিচ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ওয়াহিদুল আলম মাষ্টার ,সাঃ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইসরাফিল মজুমদার, সাংবাদিক শারদ নিজাম, সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার, আবু ইউসুফ স্বন্দীপ, যুব সাহিত্য ফোরামের প্রধান সম্পাদক ,কবি হোসেন বাবলা ও লেখক আমিনুল হক শাহীন ,রুমান মৃধা।

দিন ব্যাপী অনুষ্ঠানে আরো কবিতা পাঠ করেন কবি পারভীন আক্তার, মোঃ সেলিম উদ্দিন, আবৃত্তি শিল্পী সুমা মুৎসুদ্দি, সুমাইয়া নাজনীন,বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ত্রিতরংগ শিল্পী গোষ্ঠী, দলীয় দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে কালচার শিল্প সংস্থা এবং নজরুল গীতি পরিবেশন করে শিল্পী ফরিদা আক্তার ও শিল্পী ফাহমিদা আক্তার।

শেষে নজরুল গীতি কাওয়ালী পরিবেশিত হয়েছে। এসময় কবি নজরুল ইসলাম কে স্মরণ করিয়ে বক্তারা বলেন, পতেংগা সমুদ্র সৈকতে কবির ১৯২৯ সালে আগমনে একটি স্মৃতি ফলক উন্মোচন হয়ে ছিল,যা সিন্দু হিন্দুল নামে একটি কবিতা ও রচিত হয়। সেই স্মৃতি কে ধারণ করে রাখতে একটি ধব চিন্হ ছিল। তাঁর স্মৃতি কে জাগ্রত রাখতেই পতেংগা বীচ নজরুল ইসলাম সৈকত নাম করণ করার ব্যাপারে সিডিএ ও চসিকের প্রতি জোর দাবি জানান।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১