সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবুল হোসেন বেপারী (৫০) নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত
ফুরশাইল গ্রামের নাসির উদ্দিন মাদবরের ছেলে মোঃ নিঝুম (২৭), মৃদ শামসুদ্দিন মাদবরের ছেলে ইমন (৩৫),মৃত সুলতান মিয়ার ছেলে জিকু (৩২),শাহিন মাদবরের দুই ছেলে বিদ্যুৎ (২৮) ও জিসান (২৫)। এঘটনায় ভুক্তভোগী একই গ্রামের মৃত হাজী মোহাম্মদ মানিক বেপারীর ছেলে আবুল হোসেন বেপারী গত শনিবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার ব্যবসায়ী লাকি এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন বেপারী প্রতিদিনের ন্যায় তার দোকান বন্ধ করে বড় ভাই মোঃ জাহাঙ্গীর বেপারী সাথে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামস্থ তার বাগান বাড়ীর পাশে রাস্তার উপর পৌছা মাত্র আবুল হোসেন বেপারী ও তার ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত মোঃ নিঝুম, ইমন, জিকু, বিদ্যুৎ ও জিসান সজ আরো বেশ কয়েক জন। এসময় এলোপাথারী ভাবে তাদের দুই ভাইকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় আবুল হোসেন বেপারীর কাছে থাকা ব্যবসায়ীক নগদ ৬৫ হাজার ৮ শত টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আশপাশের লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী আবুল হোসেন বেপারীর অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবী জানানোর পাশাপাশি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৬৫ হাজার ৮ শত টাকা উদ্ধারে পুলিশের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেছেন। এব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের জন্য তাদের মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। পরে তাদের বাড়ীতে গিয়েও তাদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।