শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ


প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৫ ৩:৪১ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‍তিন মাসের মধ্যে সকল জেলা হাসপাতালের পাশাপাশি সিটি করপোরেশন এলাকার সব সরকারি হাসপাতালের ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনার কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিআরটিএতে বেসরকারি ভাবে যারা চালকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান করার আবেদন করবে, যাচাই-বাছাই করে দ্রুত তাদের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত জানানো হবে। ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ডাম্পিং স্টেশন বাড়াতে হবে ও স্ক্র‍্যাপ নীতিমালা করতে হবে।

লাইসেন্সবিহীন চালকদের বিআরটিএ এবং পুলিশ নিয়ন্ত্রণ করবে জানিয়ে তিনি বলেন, এজন্য টহল বাড়াতে হবে। গতিসীমা বাস্তবায়ন করবে পুলিশ মালিক এবং শ্রমিক সমিতি। এসময় ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে বলেও জানান উপদেষ্টা।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১