সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্রি ধান১০০ জাত, ব্রি ধান১০২ জতের প্রদর্শণীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ব্রি গাজীপুর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে ব্রি ধান১০০ জাত এবং দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ব্রি ধান১০২ জাতের প্রদর্শণীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ফলিত গবেষণা বিভাগের সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা মীর মেহেদী হাসান। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বাসাইল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফাহমিদা রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, রোমানুজ্জামান রুবেল,সৈয়দপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা ববিসহ কৃষক কৃষাণীবৃন্দ।