নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চলে ইটের স্তূপের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের সগরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সগরিয়া পাড়া গ্রামের ইট ব্যবসায়ী কালো খাঁ (৭০) ও তার স্ত্রী (৬০)। জানা যায়, ইট ব্যবসায়ী কালো খাঁ তার টিনশেড ঘর ঘেঁষে ইট স্তূপ দিয়ে রেখেছিলেন। সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরের টিনের বেড়া ভেঙে ঘরের ওপর পড়ে।
ওই সময় ঘরের ভেতর ঘুমন্ত কালো খাঁ ও তার স্ত্রীর ওপর ইট ও ঘরে থাকা স্টিলের আলমারি পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভির আহাম্মেদ জানান, অতি বর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরের ওপর পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।