সিরাজদিখান প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে
কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে মশাল দৌড, বিস্কুট দৌড়, শারীরিক ভারসাম্য দৌড়, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক নানা কসরত প্রদর্শন করে। এতে মুগ্ধ হয় অতিথিরা। অভিভাবকদের জন্য ছিল নানা আয়োজন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান সুমন মিয়া।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিনের সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন।
কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবাহানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমি দাতা মো. হাসিনুর রহমান হেনরি, ইছাপুরা ইউপির ২নং ওয়ার্ড সদস্য শাহ আলম মিয়া, ৩ নং ওয়ার্ড সদস্য সৈয়দ আহসান কবির শিশির, সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আলী মিয়া, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ জমির আলী, ব্যবসায়ী মো. ইয়াসিন শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. রাকিব হোসেন দাতা সদস্য মো. আলী ভূঁইয়া, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান আসলাম।
এসময় ইছাপুরা ইউপি সদস্য শফিউদ্দিন আহমেদ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার, নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী দত্ত, পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।