আনিছুর রহমান রুবেলঃ
ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে
মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নে ইউনাইটেড প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দামালিয়া স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড প্রিমিয়ার লীগ সিজন ৯ এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, ড্রীম ১১কিংস ও রেইনবো কিং নামের ২ টি দল। খেলার শরুতে টচে্ জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ড্রীম ১১ কিংস এবং ব্যাটিং করেন রেইনবো কিং, এতে ড্রীম ১১ কিংস ৫ উইকেটে বিজয়ী লাভ করে।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী করিম শেখ এর সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ মৃধা,
এর আগে খেলার শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ জয়নাল ব্যাপারী।
আয়োজক কমিটির পরিচালক, রাজন বেপারীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার হাজ্বী জাকির হোসেন বেপারী, লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার, শেখ মোঃ বুলবুল আহম্মেদ, মোঃ স্বপন বেপারী ও সোহাগ মোল্লা সহ খিদিরপাড়া ও মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।