আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
এসো তরুণ মাদক ছেড়ে মাঠে আসি,
ভলিবল কে আঁকড়ে ধরি” এ শ্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্রেন্ডশিপ ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ জানুয়ারী বিকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে কুচিয়ামার কলেজ বনাম ওসি সিরাজদিখান দল অংশগ্রহণ করেন।
এই ম্যাচে ওসি সিরাজদিখান দল কুচিয়ামার কলেজ কে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হন।
থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার তরুণদের অংশ গ্রহণে গঠিত কয়েকটি টিম নিয়ে এ ফ্রেন্ডশিপ ভলিবল ম্যাচের আয়োজন করা হয়।