মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

কামারখন্দে বালুর ট্রাক উল্টে কিশোর নিহত


প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২৪ ২:২৬ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালু বোঝাই ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে। স্থানীয়রা জানান, একটি ট্রাক উল্লাপাড়া থেকে বালু নিয়ে কয়েলগাঁতী গ্রামে আসছিল।

 

পথে আসিফ ও তার খেলার সাথীরা ওই ট্রাকে বালুর ওপরে উঠে বসেছিল। কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় ঢুকলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।

 

এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফ মারা যায়। খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১