মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট এলাকায় রাকেশ সরকার নামের এক যুবক পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। যোগীনিঘাট এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে রাকেশ সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দির (কবিরাজ বাড়ী) মণ্ডপে রাত ২টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ২৪ বছর বয়সী যুবক রাকেশ,
পরে এলাকাবাসী তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব জানান, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মণ্ডল জানান, রাত ২টার দিকে মণ্ডপে রাকেশসহ কয়েকজন যুবক নাচছিল। হঠাৎ একটি টেবিল ফ্যানের সঙ্গে স্পর্শ লাগলে মুহুর্তেই সে নিচে পরে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জে সদর উপজেলার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মন্ডল বলেন, টেবিল ফ্যানটিতে কীভাবে বিদ্যুৎ আসে সেই ব্যাপারে আমরা খোজখবর নিচ্ছি।