আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.এনামুল হোসেন (২০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও ইজিবাইকের দুুই যাত্রী।
মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের প্রথমে সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড মুশফিকুর রহমান রাজীব জানান, স্থানীয়রা চারজন রোগী নিয়ে আসে। একজন এখানে আসার আগেই মারা যায় বাকি আহত তিনজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।