মুন্সিগঞ্জ(শ্রীনগর) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের একটি টিন সেট মার্কেটে আগুন লেগে ৯ টি দোকান পুরে ছাই হয়ে যায়।
গতকাল শনিবার দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাও পুরাতন ফেড়িঘাট শড়কের পাশে বাদল শেখের টিনশেড মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে,এছাকের খাবার হোটেল, সুজয়ের সেলুন,শিশির এর কম্পিউটার, পিয়াস ও পারন্তরের গোডাউন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর বেক্তিগত অফিস, দিপুর গ্যাস সিলিন্ডার, মোবাইল সার্ভিসিং দোকানের আসবাবপত্র ও ভিবিন্ন মালামাল পুড়ে প্রায় ৩০লাখ টাকার ক্ষতিসাধন হয়।
স্থানীয়রা জানায়,সুজয়ের সেলুন থেকে আগুনের সুত্রপাত। মুহূর্তের মধ্যে সেলুন থেকে আগুনের শিখা আশে পাশে ব্যবসাপ্রতিষ্ঠানে ছরিয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়োন্ত্রনে আনেন।ভুক্তভোগী দোকানদার রা জানান, এ ঘটনা তাদের ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো:রিবেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জাই, এবং আমাদের দুটি ইউনিটের ১ঘন্টা চেস্টায় চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেলুন ঘর থেকে বৈদ্যুতিক শর্ট-শার্টিকেট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।