সিরাজদিখান মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৬ টি গাঁজা গাছ সহ গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।এ-সময় জোসনা বেগম (৪২) ও রবিন (৪০) নামের দুই জনকে,জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার ১৬জুন বিকাল ৫টার দিকে সহকারী পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত,এস আই ফারুক, এস আই অনিল সহ সঙ্গীয় ফোর্স উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে সেন্টু মেম্বারের বাড়ি সংলগ্ন ধৈঞ্চা ক্ষেতে অভিযান চালিয়ে ১৬ টি গাঁজা গাছ উদ্ধার করেন ও সেন্টু মেম্বারের বাড়ি হতে দুই পুড়িয়া গাঁজা সহ সেবনের সরঞ্জাম উদ্ধার করেন।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত জানান,উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জাম সহ ১৬ টি গাঁজা গাছ উদ্ধার করেছি।জিজ্ঞাসবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এবিষয়ে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।