নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নমিনেশন উত্তোলন করেছেন তৃতীয় লিঙ্গের সদস্য সুলতানা আহমেদ সাগরিকা। তিনি রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করবেন। মঙ্গলবার (২ মে) দুপুরে রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী হিসেবে নিজেদের নমিনেশন তুলেছেন।
সুলতানা আহমেদ সাগরিকা দিনের আল হিজরা সংঘের সাধারণ সম্পাদক। সাগরিকা বলেন, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে আশাবাদী। মানুষ ব্যতিক্রম কিছু চায়। মাটি ও মানুষের সঙ্গে মিলে কাজ করতে পারে এমন জনপ্রতিনিধি চাই। আমার কোনো লোভ লালসা নেই, পিছুটান নেই। আমি তিনটা ওয়ার্ড থেকে শতভাগ আশাবাদী তারা আমাকে ভোট দেবে। আমার একটা প্ল্যাটফর্ম দরকার। সেখানে আমি সরকারকে আমাদের কথা বলতে পারবো। নারী-পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পাবরো।
এর আগে গত ৩০ এপ্রিল থেকে নমিনেশন দেওয়া শুরু হয়। গেল তিনদিনে কোনো মেয়র প্রার্থী নমিনেশন উত্তোলন করেননি। তবে সাধারণ আসনে কাউন্সিলর পদে ১৪ জন নমিনেশন উত্তোলন করেছেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর ১২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুইজন। সংরক্ষিত ওয়ার্ড -৬ ও ১০ থেকে এই দুই জন নারী কাউন্সিলর পদে নমিনেশন তুলেছেন।
রাজশাহী নগরীর সাত নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য নমিনেশন তুলেছেন জহিরুল ইসলাম রুবেল। তিনি তার নমিনেশন উত্তোলনের জন্য ওয়ার্ড থেকে এক ঝাঁক কর্মী নিয়ে উপস্থিত হন রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।
এসময় জহিরুল ইসলাম রুবেল বলেন, গতবার দাঁড়িয়ে পরিচিত হয়েছে। এবার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ওয়ার্ডবাসী চাচ্ছে আমি যেন নির্বাচন করি। সেই লক্ষ্যে আমি নমিনেশন তুলেছি।
দুপুর দেড়টার দিকে নমিনেশন তুলেছেন রাসিকের ২৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সির মাসুদ রানা শাহিন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। যেহেতু আমি বর্তমান কাউন্সিলর, ওয়ার্ডবাসী আমাকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেবে।
এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সুজা বলেন, নমিনেশন তুলেছি। আমি শতভাগ আশাবাদী, ওয়ার্ডের মানুষ আমকেই নির্বাচিত করবে। আমি যে প্রতীক চয়েজ (পছন্দ) করেছি সেটাই পাবো।
নমিনেশন জমা দানের শেষ সময় আগামী ২০ মে। নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাউন্সিলর প্রার্থীরা গত ৩০ এপ্রিল থেকে নমিনেশন উত্তোলন শুরু করেছে। এখন পর্যন্ত কোনো মেয়র প্রার্থী নমিনেশন উত্তোলন করেননি।