নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নতুন রেলস্টেশন এলাকায় মে দিবসের আলোচনা সভাকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১ মে) বেলা ১১টার দিকে স্টেশনের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিজান (৩০) নামে একজন ছুরিকাহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত মিজান নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাসির উদ্দিন। তিনি কোন গ্রুপের সদস্য প্রাথমিক সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, রেলওয়ে স্টেশন থেকে ছুরিকাহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করেছেন।