সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু


প্রকাশের সময় :১ মে, ২০২৩ ১০:১৫ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর মারা গেল রাকিব রহমান (২৩) নামের এক তরুণ।

রবিবার দিনগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। নিহত রাকিব রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে।

 

জানা যায়, ঈদের দুই দিন আগে গত ২০ এপ্রিল সিএনজিচালিত অটোরিক্সায় করে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন রাকিব। অটোরিক্সা চালকের পাশে বসা ছিলেন তিনি। পিছন দিক থেকে দ্রুতবেগে আসা অন্য একটি অটোরিক্সা তার পায়ের সাথে লাগলে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিনগত রাতে তিনি মারা যান।

 

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর পরই তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ১০ দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন রাকিব।

 

দক্ষিণ ঘাটচেক এলাকার পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, “ছেলেটির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসার জন্য অনেকেই এগিয়ে এলেও ছেলেটিকে বাঁচানো গেল না।”


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১