বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে আলোচিত নাসির হত্যা মামলার আসামি শুটার নয়ন শেখ গ্রেফতার


প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২৫ ১১:২১ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ (৪৮) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার দায়ে মামলার ২নম্বর আসামি শুটার নয়ন শেখ কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিরাজদিখান থানা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুটার নয়ন শেখকে গ্রেফতার করে।

সিরাজদিখান থানা সূত্রে জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে জমি সংক্রন্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে নুরু শেখের দুই ছেলে বাবু শেখ (২৭) ও নয়ন শেখ (২২) ও জাকির শেখ মিলে একই গ্রামের মৃত আব্দুস ছামাদ শেখের ছেলে নাসির শেখ (৪৮) কে ২০২৪ সালের ২৪ আগষ্ট শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ীতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করে।

এরপর থেকে বাবু ও নয়ন ও জাকির পালিয়ে ছিল।

রবিবার দিবাগত রাতে পালিয়ে সৌদি আরবের যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখান থেকে নয়ন কে গ্রেফতার করে পুলিশ।

নিহত নাসিরের স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫) জানান, আমার ৩টি সন্তান আছে, বড় মেয়ে আলিফা আক্তার(১৬), ছেলে মোহাম্মদ আবির শেখ (১২) ও ছোট ছেলে মোহাম্মদ আলহাম (১) বছর, আমার সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে, যারা আমার সন্তানদের পিতৃহারা করেছে আল্লাহ যেন তাদের উপযুক্ত বিচার করে, আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই,যেন আর কেউ আমার মতো অসময় স্বামী হারা ও আমার সন্তানদের মতো বাবাহারা না হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, গত ২০২৪ সালের ২৪ আগষ্ট নাসির শেখ নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করে। সেই মামলার ২নম্বর আসামি এবং শুটার নয়ন শেখ কে রবিবার দিবাগত রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে আসামি নয়নকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১