বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

ইছাপরায় সিরাজদিখান থানা পুলিশের (বিট পুলিশিং) মতবিনিময় সভা অনুষ্ঠিত।


প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৫ ৯:১১ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরায় মাদক,যৌতুক, ইভটিজিং, চুরি ছিন্তাই ও ডাকাতি রোধকল্পে (বিট পুলিশিং) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে ও ইছাপুরা জাগরণী সংসদের সার্বিক সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান- টঙ্গীবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান,

ইছাপুরা ইউনিয়নের বিট ইনচার্জ মোঃ রাকিব মোল্লার সঞ্চালনায়,অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ইছাপুরা ২ নং ওয়ার্ড মেম্বার, শাহ আলম, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেন ১, ২, ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সিরিয়া বেগম,
কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক, কবির হোসেন, সিনিয়র সহ সভাপতি আমির আলী,সহ সভাপতি নুরুজ্জামান ভূঁইয়া পাপুল,যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মিলন,মোঃ শাহ আলম রানা ও ইছাপুরা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপস্থিত সাধারণ জনগণ মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ দের কোন চাড় দেয়া হবে না বলে প্রশাসনের সহায়তা কামনা করেন এবং কেউ যদি তাদের জন্য সুপারিশ করে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান,
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন,পুলিশ জনগনের সেবক আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা দেব ইনশাল্লাহ, তবে আপনাদেরও সহায়তা লাগবে আপনারা আমাদেরকে সহায়তা করুন ইনশাল্লাহ মাদক ব্যবসায়ী,ছিনতাই কারী ইভটিজিং কারী ও যৌতুকের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং একটা সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং সমাজ থেকে ক্ষতিকর আগাছা গুলো উপড়ে ফেলে একটি সুস্থ সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১