সিরাজদিখান প্রতিনিধি
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারি উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামসেদ ফরিদী,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শবনম সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আরাফাত হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা,সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।