সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

সাত সকালে সড়কে ঝরলো তিনজনের প্রাণ


প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২৪ ১১:৪৫ : পূর্বাহ্ণ

অনলাইন  ডেস্ক: সাতক্ষীরায় সদরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরার বিনেরপোতার বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

জানা গেছে, এদিন ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বিসিক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১