সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

প্রকল্পে বাজেট বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৪ ১২:৫৬ : অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বরাদ্দ দেওয়া বাজেটেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। বাজেট বাড়ানোর চর্চা আর হবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে কোনো বাজেট বরাদ্দ দেওয়া হবে না।মঙ্গলবার সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও।

সেটা নিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা প্রশস্তের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে ধরিয়ে দেওয়ার অনুরোধ করছি।রাস্তা ব্লক না করে আন্দোলন করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন।রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১