সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর বেলা ১১ টার দিকে থানা পুলিশের আয়োজনে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর প্রাইমারি স্কুল মাঠে
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ,সদস্য সচিব আবুল হোসেন,সমাজ সেবক শাহাবুদ্দিন বাদল,নুরুল হক সরকার, গোলাম মোহাম্মদ, আলী আকবর, আল আমিন মেম্বার সহ এলাকার অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।