সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় :৩ অক্টোবর, ২০২৪ ৪:৫৫ : অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক: অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের সব উপদেষ্টা অংশ নেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে যান প্রধান উপদেষ্টা। সাধারণ অধিবেশনে ভাষণ, বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করে গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে শনিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করবে অন্তর্র্বতীকালীন সরকার। সংলাপে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১