সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ২ অক্টোবর দুপুর ১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ পোশাক বিতরন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ।
এ পোশাকের মধ্যে ছিলো ২ জোড়া চামড়ার ও কাপড়ের জুতা, একটি ফুল হাতা শার্ট, একটি হাফ হাতা শার্ট ,ফুল প্যান্ট ২টি, বেল্ট একটি, মোজা একজোড়া এবং মহিলাদের শাড়ি ২ টি ব্লাউজ ও পেটিকোট ২ টি করে।
প্রসঙ্গত, উপজেলার মোট ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে এ পোশাক বিতরণ করা হয় বছরে ২ বার।